আবদুল মজিদ, চকরিয়া:

চকরিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া গ্রামার স্কুলে প্রধান অতিথি হিসেবে আজ ২৯এপ্রিল সকাল ১০টায় এক অনুষ্ঠানে যোগদান করছেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শিরীণ আখতার। এদিন স্কুলের পক্ষ থেকে চবি প্রো-ভাইস চ্যান্সেলরকে সম্মাননা প্রদান ও স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আলম বিএ(অনার্স)এমএ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাহেদুল ইসলাম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ আকম গিয়াস উদ্দিন, চকরিয়া আবাসিক মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মনজুর, ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করবেন গ্রামার স্কুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আজম খান। অনুষ্ঠানে সকলের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।