নিউজ ডেস্ক
হেফাজতে ইসলাম কখনোই রাজনীতিতে জড়াবে না বলে জানিয়েছেন সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী।
এক বিবৃতিতে হেফাজতের আমির বলেন, ‘হেফাজতে ইসলাম সাংগঠনিকভাবে কখনোই রাজনীতিতে জড়াবে না, ভোটের রাজনীতিতে কাউকে প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন জোগাবে না।’
গত শনিবার হেফাজতের আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমদ স্বাক্ষরিত এ বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়।
বিবৃতিতে হেফাজতকে রাজনীতির সঙ্গে জড়িয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, স্কুল পাঠ্যবই, গ্রিক দেবী থেমেসিস ও কওমি মাদরাসা সনদ নিয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্তে রুষ্ট হয়ে সরকারকে বিভ্রান্ত করে জনবিচ্ছিন্ন করতেই গণমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।