নিজস্ব প্রতিবেদক : তারা সংখ্যায় পঞ্চাশ । তাদের কেউ কেউ শিক্ষার্থী কেউ বা চাকুরিজীবি। তবে সংখ্যায় শিক্ষার্থীর পরিমান বেশি। এরা গভীর রাতেও নিশাচর হয়ে ঘুরেন হাসপাতাল কিংবা ক্লিনিকে ক্লিনিকে। নিস্বার্থভাবে হাত দু‘টো বাড়ান অসহায় কোন রোগীর কল্যানে। মাত্র একটি ফোন কলে নিরবে বিলিয়ে দেন নিজেদের রক্ত। ফিরিয়ে দেন এক একটি মানুষের বেঁচে থাকার আকুতি। এক কথায় এরা ‘রক্তের ফেরিওয়ালা’। রক্ত দানই যাদের রক্তে মেশা। বলছিলাম কক্সবাজারের “ কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব ’ নামক একটি স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের কথা। ফেইসবুক সামাজিক যোগাযোগের মাধ্যমেই যার সৃষ্টি, সেখানেই তার সার্বক্ষনিক বিচরণ। অনলাইন ভিত্তিক এ সংগঠনের যাত্রা বিগত এক বছর পূর্বে।

“করবো মোরা রক্তদান,

বাঁচাবো রোগীর প্রাণ।।

হাসি মুখে রক্তদান,

করে যাবো অবিরাম”

এই স্লোগানকে বাস্তব রুপ দিতে ১লা জানুয়ারি ২০১৭ সালে তাদের পথ চলা শুরু করে।

ফেইসবুক গ্রুপে ১৬ হাজার সদস্য নিয়ে বর্তমানে সর্ববৃহৎ রক্তদাতা সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে কক্সবাজারে। সংগঠনটিতে রয়েছেন ৩০০ জন নিয়মিত রক্ত দাতা। ফেইসবুক গ্রুপের রয়েছে পাঁচজন এডমিন। এবং সহকার্যকরী সদস্য আছে ৩০জন, কার্যকরী রয়েছে ১০জন সদস্য ও সহ-এডমিন আছে ৫জন

অর্থাৎ এরা যে কারো রক্তের প্রয়োজনে সাথে সাথে পোষ্ট দিয়ে জানান দেন খবরটি। শুরু করেন চাহিদা অনুযায়ী ডোনারের সন্ধান।

দুষ্পাপ্য দূর্লভ রক্তের গ্রুপও রয়েছেন তাদের আওতায়। মুহুর্তেই তারা সংগ্রহ করে দেন রক্ত। রক্তদান করা ছাড়াও অনলাইন ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠন শীতবস্ত্র বিতরণ, ব্লাড গ্রুপিং, সচেতনতামূলক ক্যাম্পেইন, অসহায় রোগীদের সাহায্য করা ইত্যাদি করে থাকে।

কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা এডমিনরা জানান,

“ করবো মোরা রক্তদান,

বাঁচাবো রোগীর প্রাণ।

হাসি মুখে রক্তদান,

করে যাবো অবিরাম”

এই স্লোগান কে সামনে রেখে কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব কাজ করে যাচ্ছে। তারা আরো বলেন, আমাদের সংগঠনটি শুধু রক্তের অভাব দূর করতে নয়, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে এই সংগঠনটি।

এদেশে আর কেউ যেনো রক্তের অভাবে প্রাণ না হারায় সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব।

কারো রক্তের প্রয়োজন পড়লে

যোগাযোগ করতে পারেন :

জামাল হোসাইন – ০১৮২৩৭২৬২৮১

রমজান আলি নিরব- ০১৮৪০৮৭৬৮৯২

রায়হান – ০১৮৫৮৫৩২৫৩৮

হালিম মোঃ জয় : ০১৮৪০০৭৭৬৬৫

অথবা

ফেসবুক গ্রুপ লিংক : কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব

পেইজ : কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব-cbdc

ওয়েবসাইট coxbdc.com