মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যান-পিকআপ মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়েছে ২ জন। আজ ৩০ এপ্রিল রোববার সকাল ১০ টায় সাতকানিয়া উপজেলার নয়াখালমুখ এনবিসি ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন চালক চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের মো. ওমর খানের ছেলে মো. রনি (৩৫) ও একই ইউনিয়নের দেওয়ান হাট এলাকার মোঃ বদিউল আলমের ছেলে আব্দুল খালেক (৩০)।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, আজ সকাল ১০টায় কক্সবাজার গামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্্েরা-ট-১৬-৪৬২৩) এর সাথে (চট্টমেট্্েরা-ম-১১-০৭১৭) নাম্বারের পিকআপের মুখোমুখী সংর্ঘষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার গুরুত্বর আহত হলে তাদের স্থানীয় আশশেফা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পিকআপটি দুমড়ে-মূছড়ে যায়। গাড়ী দু’টি পুলিশ হেফাজতে রয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।