জাহেদুল ইসলাম, লোহাগাড়া :
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন হতে আজ ৩০ এপ্রিল সকালে ১৮ মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী নেজাম উদ্দিন(৩৮) কে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ। সে উপজেলার চুনতী বনপুকুর এলাকার গোলাম ছোবহান প্রকাশ আব্দুল্লাহর পুত্র।লোহাগাড়া থানা পুলিশের এএসআই মশিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন বলে থানা সুত্রে প্রকাশ।
এএসআই মশিউর রহমান বলেন, নেজাম উদ্দিন বনবিভাগের ১৭ টি ও জিআর ১টি মামলায় ওয়ারেন্ট হয়। দীর্ঘদিন পালাতক থাকার পর অবশেষে রবিবার সকালে গ্রেফতার করতে সক্ষম হই।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম বার বলেন, ১৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামী নেজাম উদ্দিনকে লোহাগাড়া থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে আটক করার করার জন্য পুলিশ অনেকদিন ধরে খুঁজে আসছিল। অবশেষে আটক হয়েছে। একইদিন তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।