মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :

ঈদগাঁওর ইসলামাবাদে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। ইতোমধ্যে কলেজের নামকরণ ও জমি ক্রয় চূড়ান্ত হয়েছে। নাম নির্ধারণ করা হয়েছে এম. ইসলাম জসিম উদ্দীন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। এর প্রতিষ্ঠাতা হিসাবে কলেজের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি কিনেছেন ইসলামাবাদ পশ্চিম গজালিয়া ইসলাম নগরের আলহাজ¦ মোহাম্মদ ইসলাম। তিনি তার পুত্র ও ইসলামাবাদ ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান-২ জসিম উদ্দীনের কাছ থেকে গত ১১ এপ্রিল রেজি. কবলামূলে উক্ত পরিমাণ জমি ক্রয় করেন। কলেজের উদ্যোক্তাদের সাথে সম্পৃক্ত ঈদগাঁও বাজারের তরুণ হোমিও চিকিৎসক ডা. খায়ের আহমদ জানান, প্রাথমিক পর্যায়ে ঈদগাঁও বাজারে ভাড়া নেয়া ভবনে কলেজের ভর্তি ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তীতে ইসলামাবাদের নিজস্ব জমিতে কলেজটি স্থানান্তর করা হবে। এদিকে এ উদ্যোগে সংশ্লিষ্টদের সাধুবাদ জানিয়ে ঈদগাঁও নিউজের প্রকাশক ও চেয়ারম্যান মো. রেজাউল করিম জানান, প্রতিষ্ঠানটি চালু হলে অত্র এলাকার অনেক শিক্ষার্থী উপকৃত হবে। সূদুর চট্টগ্রাম বা ঢাকা গিয়ে তাদের আর হোমিও ডিগ্রী নিতে হবে না।