সিবিএন:
আন্তর্জাতিক খ্যাতিমান মুফাসসির আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেছেন, মঞ্চে বক্তব্য দেয়া সহজ, শ্রমিকের অধিকার বাস্তবায়ন কঠিন। রাসুল (স) শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত করেছেন। সেই রাসুলের উম্মতদের শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হতে হবে।
রবিবার রাতে কক্সবাজার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ২৪ তম তাফসীরুল কোরআন মাহফিলে তিনি প্রধান আলোচক ছিলেন।
শহরের পানবাজার সড়কের মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ডা. মোহাম্মদ আমিন।
আল্লামা আনসারী বলেন, রাসুল (স) শ্রমিকের নাড়ির খবর হাড়ির খবর রাখতেন। তার সময়ে শ্রমিক মনিব ভেদাভেদ ছিলনা। রাসুলুল্লাহর শ্রমনীতি লালন ও প্রতিষ্ঠিত করতে পারলে পুরো পৃথিবী শান্ত হয়ে যাবে। আজকের সমাজে রাসুলুল্লাহর আদর্শের বালাই নেই।
মাওলানা আনসারী আরো বলেন, যে জাতি ওজনে দেয় কম খাদ্যে দেয় ভেজাল তাদের দ্বারা শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত করা নিয়ে সন্দেহ রয়ে যায়। আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে।
তিনি মনে করেন, মুসলমানদের চরিত্র বেদ্বীনেরা নিয়ে গেছে।
মাহফিলে আলোচনা করেন, আল্লামা আনসারীর সাহেবজাদা ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মেধাবী ছাত্র মহিউল ইসলাম হাসিব আনসারী, বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কামাল উদ্দিন।
কমিটির সাংগঠনিক সম্পাদক সরওয়ার রোমনের পরিচালনায় মাহফিলে স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক সাবেক পৌর কমিশনার আবু জাফর সিদ্দিক।
উপস্থিত ছিলেন কক্সবাজার ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম মুকুল, শ্রমিক নেতা আমিনুল ইসলাম হাসান, মাস্টার আবদুল কাদের, এডভোকেট নেজামুল হক, এডভোকেট আমিনুল হক, মাওলানা আবদুল গফুর, মুফিজুর রহমান সওদাগর, পৌর যুবদল সভাপতি মসউদুর রহমান মাসুদ, সাংবাদিক ইমাম খাইর, সাবেক ছাত্রনেতা আনম হারুন, সমাজসেবক রিয়াজ মু. শাকিল, এম ইউ বাহাদুর, শ্রমিক নেতা জসিম উদ্দিন, বদরুল খান, বশির খান, নাসির উদ্দিন প্রমূখ।