হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘শিক্ষার মান উন্নয়নে মাদক প্রধান অন্তরায়’ শীর্ষক ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সার্বিক তত্বাবধানে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন।
৩০ এপ্রিল সকাল ১০ টায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে এই বিতর্ক প্রতিযোগিতা। এতে প্রধান বিচারক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন ও একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের টেকনাফ ডটকমের সম্পাদক মোঃ আলম বাহাদুর এবং পৌরসভার প্যানেল মেয়র ও টেকনাফ নিউজ ৭১ ডটকমের উপদেস্টা কোহিনূর আক্তার। সহকারী বিচারক ছিলেন মাইনুদ্দিন মেমোরিয়াল কলেজের প্রভাষক রাবেয়া বিনতে বাদশাসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ যথাক্রমে মাষ্টার মফিজ উদ দৌল্লাহ, মোঃ ইসমাইল, রেজাউল করিম প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।