সিবিএন:
আন্তর্জাতিক শ্রমিক দিবসে কক্সবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৭৩১) বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ করেছে। ১ মে সোমবার সকালে সংগঠনের জেলা সভাপতি আমিনুল ইসলাম হাসান ও যুগ্ম-সাধারণ সম্পাদক এম ইউ বাহাদুরের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালদীঘিপাড়ে শেষ হয়। সেখানে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কক্সবাজার শহর ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম হাসান।
যুগ্ম-সাধারণ সম্পাদক এম.ইউ বাহাদুরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সহ-সভাপতি আবুল মনসুর, তাজুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মো. ইসমাঈল, সাংগঠনিক সম্পাদক এম. এখলাছ, শ্রমিক নেতা আবুল মনসুর, আবুল মনসুর-২, মো. আমান উল্লাহ, আবু বকর, মো. নুরু, রাজু, সোহেল, ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, অধিকার প্রতিষ্ঠায় ১৯৮৬ সালেই শ্রমিকরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিল। এখনো শ্রমিকেরা শোষিত হচ্ছে। মূল্যায়ন হচ্ছেনা শ্রমিকের রক্তঝরা ঘাম। অসাধু মালিকরা কথায় কথায় শ্রমিক ছাঁটাই অব্যাহত রেখেছে। তুচ্ছ কারণে শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনা নতুন নয়। মালিকপক্ষের অন্যায় অবিচারের প্রতিরোধে সকল শ্রমিককে এককাতারে আসতে হবে। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠিত করার সংগ্রামে ঝাপিয়ে পড়তে হবে। তাহলেই শান্তি ও মুক্তি।
র‌্যালী ও সামবেশে বিভিন্ন হোটেলে কর্মরত শ্রমিক ও শ্রভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সুশৃঙ্খল কর্মসুচি দেখে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজন করতালি দিয়ে সমর্থন জানায়।