মোহাম্মদ হোসেন,হাটহাজারী :

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজ কর্ম স্থবির হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার আফছানা বিলকিছ বদলী হলে ঐ পদটি শূণ্য হয়ে পড়ে। এ দিকে উপজেলা নির্বাহী অফিসারের পদ শূণ্য থাকায় পৌর প্রশাসকের দায়িত্বটিও শূণ্য হয়ে আছে। যার কারনে পৌর এলাকায় সব চেয়ে বেশি গুরুত্বপুর্ণ কাজ তমকে আছে। বিশেষ করে পৌর এলাকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা, নালা নর্দমা পরিস্কার পরিচন্নতা,রাস্তা ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্প গুলো সঠিক তদারকি,দাপ্তরিক কাজ, পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে চলমান প্রকল্প গুলো সঠিক ভাবে হচ্ছে কিনা।

হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এস.আর আরমান শাকিল ভারপ্রাপ্ত হিসেবে দুটি পদে দায়িত্ব আছেন। নবাগত এসিল্যান্ড দুটি অতিরিক্ত পদ নিয়ে প্রশাসনিক কাজ কর্ম চালিয়ে যাচ্ছেন।

মুঠোফোনে আলাপকালে নবাগত এসিল্যান্ড বলেন, এখনও পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেওয়া হয়নি। যার কারনে অতিরিক্ত দুটি পদ আমাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে।