শহিদুল ইসলাম, উখিয়া :

কক্সবাজারের উখিয়া উপজেলার পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের আমতলী ডেইলপাড়া সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ এক মিয়ানমারের নাগরিক আটকের ঘটনায় ঘুমধুম পুলিশ ফাঁড়ির আইসি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রজু করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মুন্সি আলমকে খোঁজতে পুলিশ তৎপর রয়েছে। সরজমিন ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে উখিয়ার পূবাঞ্চল হিসেবে খ্যত ডেইলপাড়া, করইবনিয়া, হতিমোরা পয়েন্ট দিয়ে প্রতিদিন আসছে হাজার হাজার ইয়াবা, বিয়ার ও গরু ছাগল। রাত হলে পূর্বা অঞ্চলে বসে মাদকের হাট। বানের পানির মত মিয়ানমার থেকে আসা এসব অবৈধ পণ্যের দেখবাল, পরিবহন, ব্যবসায় জড়িত হয়েছে এলাকার যুব সমাজ থেকে মহিলা পর্যন্ত এসবের মূল হোতা। রয়েছে এক শ্রেণীর পাতিনেতা ও বিএনপির সাবেক এক ইউপি সদস্য। ঘুমধুম পুলিশ ফাঁড়ির হাতে আটক মিয়ানমার নাগরিক আবুল কালামের স্বীকারোক্তিতে উক্ত মালামাল রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুন্সী আলম ও তার ভাই রফিক আলমের বলে পুলিশকে জানিয়েছে। ঘুমধুম পুলিশ ফাঁড়ির আইসি এরশাদ উল্লাহ বলেন, ধাওয়াকালীন অন্তত ৫/৬ জনের একটি গ্রুপ পালাতে সক্ষম হয়েছে। পথঘাট জানা না থাকায় মিয়ানমার নাগরিক পালাতে পারেনি। মিয়ানমার নাগরিকসহ ৩ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করি। যার নং- ৬, তারিখ- ০১-০৫-২০১৭ইং। এতে ২নং আসামী করা হয়েছে দূর্নীতি মামলার আসামী সাবেক ইউপি সদস্য মুন্সি আলম। অভিযুক্ত মুন্সি আলমের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।