সংবাদদাতা
অাগামী ৬ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার অাগমন ও জনসভা সফল করতে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সম্পাদক মোর্শেদ হোসেন তানিমের পরিচালনায় মঙ্গলবার বিকালে শহরের অভিজাত এক আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ দপ্তর সম্পাদক অামিরুল ইসলাম জয়।
অারো বক্তব্য রাখেন বাংলাদেশ অাওয়ামীলীগ কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি এড সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান।
বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি, অাশেক উল্লাহ রফিক এমপি কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অাবু তাহের অাজাদ এবং জেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনিন সরওয়ার কাবেরী প্রমুখ।
সভায় অাওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।