চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সীতারখিল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
আটকরা হলেন, মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সিকদার পাড়ার শফিউল আলমের ছেলে মিজান মেহেদী (২০) ও একই ইউনিয়নের দক্ষিণ রাজঘাট এলাকার আবুল কালামের ছেলে মোহাম্মদ হাবিব (২২) এবং চকরিয়া পৌরসভার কসাই পাড়ার মৃত ফজল আহমদের ছেলে নুর মোহাম্মদ (২১) ও ফুলতলা এলাকার নাদের হোসেনের ছেলে নুরুল ইসলাম (১৯)।
ওসি বখতিয়ার বলেন, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সীতারখিল এলাকায় একদল দূর্বৃত্ত ডাকাতির জন্য জড়ো হয়েছে খবরে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ৪ জনকে আটক করা হয়।
তিনি বলেন, “ পরে আটকদের স্বীকারোক্তি মতে ঘটনাস্থলের আশপাশে তল্লাশী চালিয়ে দেশে তৈরী ২ টি বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ”
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে চকরিয়া থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বখতিয়ার।