খালেদ হোসেন টাপু,রামু
রামু উপজেলার মন্ডলপাড়া প্রখ্যাত জমিদার মরহুম আলহাজ্ব মনির আহমদ চৌধুরীর ছেলে, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের জেঠাত ভাই, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাণুরাগী ওয়াহিদুল আলম চৌধুরী প্রকাশ বাবুল চৌধুরী আর আমাদের মাঝে নেই। (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন ) । মরহুমের মৃত্যুর খবর পুরো রামুতে ছড়িয়ে পড়লে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তাঁর মৃত্যুতে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন মহলের মানুষ শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার ৪ মে বিকাল ৪ টায় তিনি মন্ডল পাড়াস্থ নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর । তিনি স্ত্রী ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার ৫মে জুমার নামাজের পর রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে।

শোক প্রকাশ
প্রখ্যাত জমিদার মরহুম আলহাজ্ব মনির আহমদ চৌধুরীর ছেলে বিশিষ্ট সমাজসেবক,শিক্ষাণুরাগী ওয়াহিদুল আলম চৌধুরী প্রকাশ বাবুল চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামুর প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ বিএ, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ নেতা নবীউল হক আরকান, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সদস সচিব খালেদ হোসেন টাপু প্রমুখ।

বিবৃতিদাতারা বলেন, তিনি এলাকায় শিক্ষা ও সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর অবদানের জন্য তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। তারা শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।