হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক যুগ্ম সচিব মোঃ শাহাদত হোসেন ৫ মে টেকনাফ কমিউনিটি রেডিও নাফ স্টেশন পরিদর্শন করেছেন।
শুক্রবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক যুগ্ম সচিব মোঃ শাহাদত হোসেন টেকনাফ পৌর এলাকাস্থ কমিউনিটি রেডিও নাফ স্টেশন পরিদর্শনে আসলে একলাব পরিচালিত কমিউনিটি রেডিও নাফ’র স্টেশন ম্যানেজার সিদ্দিক হোসেন তাঁকে স্বাগত জানান। এরপর তিনি রেডিও নাফের স্টুডিওসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখে সকলের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। কমিউনিটি রেডিও নাফ’র স্টেশন ম্যানেজার সিদ্দিক হোসেন, অনুষ্টান প্রযোজক হারুন রশিদ ও কলাকুশলীগণ এসময় উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তাঁর একটি সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকারটি গ্রহণ করেন অনুষ্টান প্রযোজক হারুন রশিদ। সাক্ষাৎকারটি শনিবার ৬ মে বিকাল ৫-১০টায় কমিউনিটি রেডিও নাফে সম্প্রচার করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।