জাহেদুল ইসলাম, লোহাগাড়া
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর হরিণা সড়ক ১ কিলোমিটার সড়ক ও ১টি বেইলী ব্রীজের জন্য এলজিআইডির বরাদ্দকৃত ১ কোটি ১৮ লক্ষ টাকার সংস্কারের কাজ গতকাল ৫ মে ভিত্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম- ১৫ আসনের সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোঃ হাসানুজ্জামান মোল্লা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম বার, আধুনগর ইউপি চেয়ারম্যান আইয়ুব মিয়া, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার শফিকুর রহমান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম চৌধুরী, আধুনগর ইউপির প্যানেল চেয়ারম্যান শিবু পাল, ইউপি সদস্য সিদ্দিক আহমদ, ডাঃ হায়াত মাহমুদ, উপজেলা যুবলীগের আহবায়ক মোহাম্মদ জহির উদ্দিন, আওয়ামীলীগ নেতা আবদুল জব্বার, দক্ষিণ জেলা যুবলীগ সদস্য নুরুল আলম জিকু, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান ও আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস.এম ইউনুছ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান, সাংসদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শাহেদ হোসেন, আধুনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল কবির, সাধারণ সম্পাদক আলি আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মোক্তার হোসেন মানিক, মোহাম্মদ সোলেমান, সুমনসহ আরো অনেকেই। মোনাজাত পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা এইচ এম গণি সম্রাট। স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলায় পড়ে রয়েছিল। সড়কটি সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করায় এমপি নদভীকে ধন্যবাদ জানান। এমপি নদভী ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত কাজ করার জন্য তাগিদ দেন।