ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান (এনপিপি) শেখ শওকত হোসেন নিলু আর নেই। ইন্নালিল্লাহি ….রাজিউন।
শনিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এ বিষয়টি নিশ্চিত করেছেন এনপিপির ভারপ্রাপ্ত মহাসচিব সৈয়দ মাহমুদুল হক। নিলু গত কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন বলে জানান তিনি।
এদিকে, নিলুর দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মাহমুদুল হক।
গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন নিলু। পরে প্রধানমন্ত্রীর ইফতার পার্টিতে যোগ দেয়ার জের ধরে একসময় জোট থেকে তাকে বাদ দেয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।