ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজ্রাপুর গ্রামের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে সেখানে দুই জঙ্গি নিহত হয়েছেন।
তবে তারা বাইরে থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন নাকি অন্যভাবে তাদের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, শনিবার রাত থেকেই ওই গ্রামের জহিরের বাড়িটি ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার ভোর কাউন্টার টেরোরিজম ইউনিটের সদ্যরা সেখানে পৌঁছে অভিযান শুরু করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।