শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে পরকিয়া প্রেমের টানে স্বামীর কষ্টার্জিত টাকা, স্বর্ণালঙ্কার নিয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছে ৩ সন্তানের জননী। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। সহায় সম্বল হারিয়ে জ্ঞান হারিয়েছে স্বামী। এক মাস চিকিৎসা থেকে বাসা ফেরেন হতভাগা এ স্বামী। সংঘটিত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। অভিযোগে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার আশার তলি এলাকার আবদুল মোনাফের কন্যা আলতাজ বেগমের সাথে ইসলামপুর বামন কাটা এলাকার মৃত আবদু শুক্কুর মাঝির সাথে ২০০৩ সালে শরিয়াহ মোতাবেক বিবাহ হয়। তাদের সংসারে রয়েছে ৩টি মেয়ে। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে আবদু শুক্কুর মাঝি স্থানীয় লবণ মিলে শ্রমিক হিসেবে নিয়োজিত রয়েছে। প্রতিদিনের ন্যায় কর্মস্থলে চলে গেলে সে সুযোগে গত ২৯ মার্চ বাড়ীতে থাকা ৩ ভরি স্বর্ণ ও ১ লক্ষ ১১ হাজার নগদ টাকা নিয়ে পাশর্^বর্তী পূর্ব নাপিতখালীর গুরা মিয়ার পুত্র মোস্তফা কামালের সাথে পালিয়ে যায়। কাজ শেষে বাড়ী ফিরলে স্থানীয় অন্যান্য মহিলারা তাকে বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করেন। সেখানে মানসিক রোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে একমাস যাবত চিকিৎসাধীন ছিল। স্বামী আবদু শুক্কুর মাঝি জানান, দীর্ঘদিন ধরে মোস্তফা কামালের সাথে তার পরকিয়া প্রেম ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার আপোষ মিমাংসাও হয়েছিল। তারপরও গোপনে তাদের যোগাযোগ ছিল। এক পর্যায়ে মোস্তফা কামালের যোগসাজশে পালিয়ে যায়। বর্তমানে সহায় সম্বল হারিয়ে ৩ কন্যাকে নিয়ে দুর্বিসহ জীবন-যাপন করছে। এ ঘটনায় বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়েও পাওয়া যায়নি তাদের। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান স্বামী। স্থানীয় এমইউপি ইদ্রিছ রানা পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য বলে জানান।