ডেস্ক নিউজ:

মাইকেল ফোলিদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বোর্ড অফ ডিরেক্টরস মাইকেল ফোলিকে (৫৬) কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২৬ মে থেকে এ নিয়োগ কার্যকর হবে। রবিবার কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া গত অক্টোবর থেকে গ্রামীণফোনের অস্থায়ী সিইও হিসেবে কর্মরত পেটার বি ফারবার্গ কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান, বোর্ড অফ ডিরেক্টরস ইয়াসির আজমানকে উপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেব দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, ফোলি কানাডীয় নাগরিক এবং ২০১৪ থেকে টেলিনরে কাজ করছেন। সর্বশেষ টেলিনর বুলগেরিয়ার সিইও ছিলেন এবং তার আগে তিনি টেলিনর পাকিস্তানের সিইও হিসেবে কাজ করেছেন। টেলিযোগযোগ, খুচরা বিক্রয় এবং গেমিং খাতে তার উন্নত ও উন্নয়নশীল বাজারে বিক্রয়, বিপণন ও পরিচালনার বিষয়ে ৩০ বছরের অভিজ্ঞতা আছে ফোলির । তিনি প্রাতিষ্ঠানিক মনোবিজ্ঞান বিষয়ে মন্ট্রিয়লের ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।