শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ, সরকার ঘোষিত নিষিদ্ধ ঔষধ ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। ৮ এপ্রিল বিকাল ৫টার দিকে অভিযানটি চলে বাজারের ডিসি সড়ক ও বাসস্টেশনে। কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা রহমান ও ঔষধ তত্ত্বাবধায়ক প্রিয়াঙ্কা দাশ গুপ্তের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। তাদের সহযোগিতা করেন পুলিশ-বিজিবি ও অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় বাজারের এশিয়া ফার্মেসীকে ১৫ হাজার টাকা, নাহার মেডিকোকে ১০ হাজার টাকা, তারেক মেডিকোকে ১৩ হাজার টাকা, বাসস্টেশনের আরফাত ফার্মেসীকে ১০ হাজার টাকা, নুর জাহান ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবরে অন্যান্য ফার্মেসী ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গা ঢাকা দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে কয়েকজন ফার্মেসী ব্যবসায়ী বলেন, কতিপয় ড্রাগ সমিতির কয়েক নেতার ইন্ধনে শুধুমাত্র ৪/৫টি ফার্মেসীতে অভিযান চালিয়েছে। বাজারে ২ শতাধিক ফার্মেসী থাকলেও হাতে গোনা ৪/৫টি ফার্মেসীতে অভিযানটি লোক দেখানো বলে অপরাপর ব্যবসায়ীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে এক ফার্মেসী কর্মচারী জানান, ডিসি সড়কের নাহার ফার্মেসীতে অভিযান পরিচালিত হলেও পশ্চিম পাশের্^ অবস্থানরত ফরাজী ফার্মেসীতে অভিযান কিংবা কোন কর্মকর্তা ও ঐদিকে যায়নি। এ থেকে বুঝা যায়, গুটি কয়েক নেতার ইন্ধনে এ অভিযান পরিচালিত হয়েছে। তারা প্রশাসনের প্রতি সকল ফার্মেসীতে অভিযান পরিচালনার জন্য অনুরোধ জানান।