সিবিএন:
কক্সবাজারে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব রেডক্রিসেন্ট ও রেডক্রস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসুচি পালিত হয়েছে। সোমবার ছিল সমাপনী দিন। এদিন সকালে বর্ণাঢ্য র‌্যালী কক্সবাজার ঝাউতলাস্থ রেডক্রিসেন্ট অফিস থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় অফিসে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী। সভায় বক্তৃতা করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট কক্সবাজার ইউনিট এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী। যুব রেডক্রিসেন্ট ইউনিট প্রধান মোহাম্মদ হোসাইন মাসুমের পরিচালনায় এতে বক্তৃতা করেন রেডক্রিসেন্ট এর পরিচালক নাজমুল আজম খান, মতিউর রহমান, আমিনুল কাউছার ও আবদুল বারী পারভেজ।
এর আগের দিন বিশ্ব রেডক্রিসেন্ট ও রেডক্রস দিবস পালন উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে তিন গ্রুপে ৫০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্য থেকে বিজয়ী ৯জনকে সমাপনী দিনের অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়। দুই দিনের আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করেন রেডক্রিসেন্ট কক্সবাজার ইউনিটের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানের অভিভাবক-শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।