দৈনিকশিক্ষাডটকম :
বেসরকারি কলেজ ও মাদ্রাসায় প্রভাষক হিসেবে ১৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকলেই সহকারি অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়ার একটি প্রস্তাব সরকারের বিবেচনাধীন রয়েছে। বিদ্যমান জনবল কাঠামো সংশোধন প্রক্রিয়াধীন। এটি শেষ হলেই সহকারি অধ্যাপক পদে পদোন্নতির বিষয়টি আরো স্পষ্ট হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিকশিক্ষাডটকমকে এ খবর নিশ্চিত করেছেন।

বর্তমানে প্রভাষক পদে আট বছর চাকরির অভিজ্ঞতা এবং অনুপাত হিসেবে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়। অনুপাত থাকার ফলে বেসরকারি কলেজের অধিকাংশ শিক্ষককে প্রভাষক হিসেবেই অবসরে যেতে হয়। আবার কেউ কেউ চাকরি জীবনের শেষ প্রান্তে গিয়ে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি পান।

বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবী অনুপাত প্রথা তুলে দেয়া।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অধ্যক্ষ সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মাদ মাজহারুল হান্নান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, ‘এটা খুবই অমানবিক। সারাজীবন চাকরি করে সর্বোচ্চ সহকারি অধ্যাপক তা-ও আবার অনুপাত মেনে।’ দীর্ঘদিন যাবত আমরা দাবী জানিয়ে আসছি অনুপাত প্রথা তুলে দেয়া এবং সহযোগী ও অধ্যাপক পদেও পদোন্নতি দেয়ার। তবে, সেক্ষেত্রে ঢালাও পদোন্নতি দাবী করছি না। অবশ্যই প্রকাশনা, গবেষণা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিষয় বিবেচনা করা উচিত হবে।