মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
হাটহাজারী পৌর এলাকায় ফরমালিন যুক্ত আম বাজারে সয়লাব। ভ্রাম্যমান অভিযান পরিচালনা না থাকায় অসাধু ব্যবসায়ীরা এ সব আম বিক্রি করছে বাজারে। পৌর বাজারসহ বিভিন্ন হাঠবাজারে অবাধে এ সব বিক্রি হচ্ছে ফরমালিন দিয়ে পাকানো এসব আম খেয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সরজমিন জানা যায়, বিভিন্ন অসাধু আম ব্যবসীয়রা এসব ফরমালিনযুক্ত আম বিক্রি করছে। কয়েকজন এ সব আম দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়রিা। অধিক লাভের আশায় আর ভ্রাম্যমান আদালত পরিচালনা না থাকার সুযোগে ফরমালিনযুক্ত বাজারে বিক্রি করছে। আম ব্যবসায়ীর জানান, ফরমালিনযুক্ত অনেক দিন রাখা যায়। তাই আম বিক্রি করতে যদি দেরি ও হয় তার পরেও অনেক মুনাফা পাচ্ছি। আম ব্যবসায়ীরা বিভিন্ন বাগান থেকে কম মূল্যে আম ক্রয় করে চড়া দামে বিক্রি করছে ক্রেতাদের কাছে। ফরমালিনযুক্ত আম খেয়ে মানবদেহের ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন, বিভিন্ন চিকিৎসকেরা।
এ ব্যাপারে পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগি ও সচেতন মানুষ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।