প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশে বাচিক শিল্পে সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান শব্দায়ন আবৃত্তি একাডেমী নিজস্ব কার্যালয়ে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে স্মরণ করেছে। কবি গুরুর জন্মতিথিতে শব্দায়নের আড্ডার মধ্য দিয়ে তার গান, ছড়া, কথামালা, কবিতা আবৃত্তির মাধ্যমে কবির স্মৃতিচারণ করে। কবির ১৫৬ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই আড্ডায় কবির বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোচনাসহ তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই আড্ডায় সঞ্চালনা করেন শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুল। এসময় উপস্থিত ছিলেন কবি আবুল কালাম আজাদ, কলামিস্ট বিশ্বজিৎ সেন, অধ্যাপক মকবুল আহমেদ, জ্যেষ্ঠ সংগীত শিল্পী প্রবির বড়ুয়া, আবৃত্তিককার এডভোকেট প্রতিভা দাশ, নাট্যজন বাবুল পাল, শব্দায়ন রামু উপ কেন্দ্রের উপ পরিচালক মানসী বড়ুয়া, সেবা টেলিকম স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন, শব্দায়ন সহকারী পরিচালক মহিউদ্দিন, সহকারী পরিচালক মিনহাজ চৌধুরী, সহকারী পরিচালক জ্যোৎস্না ইয়াসমিন, সহকারী পরিচালক গিয়াস উদ্দিন মিলন, নির্বাহী সদস্য রাশেদুল ইসলাম।