ইমাম খাইর, সিবিএন
আন্দোলন ও নির্বাচন সামনে রেখে নেতা-কর্মীদের চাঙা করতে কর্মসুচি হাতে নিয়েছে বিএনপি। কেন্দ্রীয় সংগঠনের এই ম্যাসেজ তৃণমূলে পৌঁছাতে আগামী ১৩ মে অনুষ্ঠিত হচ্ছে জেলা বিএনপির প্রতিনিধি সভা। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আমন্ত্রণপত্র পৌঁছানো হয়েছে। চলছে প্রস্তুতি সভা। কেন্দ্রীয় সংগঠনের এই ম্যাসেজ সফল করতে জেলা থেকে তৃণমূলে নড়েচড়ে বসেছেন দলীয় নেতাকর্মীরা।

দলীয় সুত্র জানায়, শহরের অভিজাত হোটেল সী-প্যালেসের সম্মেলন কক্ষে বিকাল ৩টায় এ সভা শুরু হবে। জেলার ৮৪টি সাংগঠনিক ইউনিয়নের প্রতি ইউনিয়ন থেকে ৩ জন, প্রতি উপজেলা ও পৌরসভা বিএনপির ৫ জন, প্রতি উপজেলা ও পৌরসভা অঙ্গ সংগঠন থেকে টপ সুপার ৫ জন, জেলা বিএনপির ১২০ জন, অঙ্গ ও সহযোগি সংগঠন সমূহ থেকে ৭ জন, জেলা মহিলাদলের ৩০ জনসহ প্রায় এক হাজার জনশক্তি সভায় অংশ গ্রহণ করবে। এছাড়া ৩০ বিশিষ্ট ব্যক্তি সভায় আমন্ত্রিত বলে দলীয় সুত্রে জানা গেছে।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, কেন্দ্রের নির্দেশনার অলোকে তৃণমূলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। বিএনপির ভাইসচেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মুহাম্মদ নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি মূলতঃ সাংগঠনিক টীম প্রধান।

সভায় বিশেষ অতিথি থাকবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবেবুর রহমান, কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজল, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ খান ও জালাল উদ্দিন মজুমদার।

তৃণমূল প্রতিনিধি সভা প্রসঙ্গে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী জানান, তৃণমূলকে জাগিয়ে তুলতে কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। যে কোন মূল্যে সভা সফল করা হবে। তিনি মনে করেন, দীর্ঘ দিন পরে হলেও বিএনপির এই সিদ্ধান্ত একটি সময়োপযোগী ও যুগান্তকারী। দলকে চাঙা করতে এমন একটি কর্মসুচির জন্য অপেক্ষা করছিল দলীয় নেতাকর্মীরা।

একইভাবে ব্যাপক প্রস্তুতির কথা জানান পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি শওকত আলম, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক।

প্রতিনিধি সভার বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, তৃণমূলকে সক্রিয় করতে প্রতিনিধি সভার আয়োজন করা হচ্ছে। সভায় তৃণমূল নেতাকর্মীরা মর্যাদা পাবেন। এতে তাদের সমস্ত মতামত, অভিযোগ ও পরামর্শ গুরুত্বের সাথে নেয়া হবে। তিনি বলেন, প্রতিনিধি সভায় ব্যক্তিকেন্দ্রীক কোন শ্লোগান চলবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইসচেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্য কারো নামে শ্লোগানে কড়া নিষেধ আছে।

শাহজাহান চৌধুরী মনে করেন, দেশের বিভিন্ন এলাকায় তৃণমূলের প্রতিনিধি সভা নিয়ে বিতর্ক-গ্রুপিং এর কথা শুনা গেলেও কক্সবাজারে চমৎকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান। সুষ্ঠুভাবে প্রতিনিধি সভা সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

গত ২২ এপ্রিল থেকে ৭ মে- এই সময়ের মধ্যে ৭৭টি সাংগঠনিক জেলায় কর্মীসভা করার জন্য কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ৫১টি দল গঠন করেছিল বিএনপি। ১৮ এপ্রিল দলনেতাদের এ-সংক্রান্ত যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে ‘দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, দলের অবস্থান ও দলের ঐক্য’ নিয়ে বক্তব্য দিতে নির্দেশনা দেওয়া হয়।

২৫ এপ্রিল এই কমিটিগুলো গঠনের ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আন্দোলন, নির্বাচন সব বিষয়ে আলোচনা হবে এবং আমরা আশা করছি, এই সফরের ফলে আমাদের দলের ঐক্য আরও বৃদ্ধি পাবে। আমাদের নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হবেন।