আবদুল মজিদ,চকরিয়া:

চকরিয়ায় জমি রেজিষ্ট্রি না দেওয়ায় বয়োবৃদ্ধা মাকে পিঠিয়ে গুরুতর আহত করেছে পাষন্ড পুত্র। তাকে বাচাতে এগিয়ে আসায় প্রতিবন্ধী ভাইকেও পিঠিয়েছে ভাই। স্থানীয় লোকজন ও পরিবারের অপরাপর সদস্যরা এগিয়ে এসে আহত মা ও প্রতিবন্ধী পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল ৯ মে দুপুর আড়াইটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বেতুয়ারকুল এলাকায় এ ঘটনা ঘটেছে।

অভিযোগে জানাগেছে, বিএমচর বেতুয়ারকুল এলাকায় মৃত ওমর হাকিমের স্ত্রী ছুমদা খাতুন (৮০) এর নামে ২৫শতক জমি রয়েছে। কিন্তু ছমুদা খাতুনের পুত্র শাহ আলম ও মেয়ের ৩জন নাতী-নাতনী দীর্ঘদিন ধরে জোর পূর্বক জমি রেজিষ্ট্রি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছে। জমি রেজিষ্ট্রি না দেওয়ায় পাষন্ড ও লোভী পুত্র মো: শাহ আলম, মেয়ের নাতী মো: সাগর, মো: সোহাগ, নাতনী রোকসানা পারভিন গং ক্ষিপ্ত হয়ে গতকাল বেলা ২টা ৩০মিনিটের দিকে বয়োবৃদ্ধা ছমুদা খাতুনের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। মাকে বাচাঁতে প্রতিবন্ধী পুত্র সাহাব উদ্দিন (৩৫) এগিয়ে আসলে তাকেও পিঠিয়ে জখম করে। হামলার শিকার বয়োবৃদ্ধা ছমুদা খাতুন জানিয়েছেন, একইভাবে ইতিপূর্বে তার উপর হামলার চেষ্টা চালানো হয়েছে। এঘটনায় গত ১৮ এপ্রিল তিনি বাদী হয়ে পুত্র শাহ আলমসহ ৪জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক সরে জমিনে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জোর পূর্বক জমি রেজিষ্ট্রি চেস্টার অভিযোগটির সত্যতা খোজে পান। হামলার শিকার মা ছমুদা বেগম পুত্র ও নাতিনদের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।