মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজার এর উপ-পরিচালক আ.ক.ম শাহরিয়ার বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। সরকারের যুগান্তকারী পদক্ষেপে ৭০% ভর্তূকীতে প্রকৃত কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছেন। তিনি যান্ত্রিক কৃষি সরকার জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন উল্লেখ করে বলেন, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে আগামীতে অল্প খরচ ও স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদন সম্ভব হবে। যা দেশের খাদ্য চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানী করা যাবে। আর এর মাধ্যমে দেশ স্বাবলম্বি হবার স্বপ্ন বাস্তবে রূপ লাভ করবে। তিনি ১১ মে সকালে কক্সবাজার সদরের ঈদগাঁওর ইসলামাবাদে রাইচ রিপার যন্ত্রের প্রদর্শনীর মাঠ দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কক্সবাজার উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় চরপাড়া সড়ক প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধক ও স্বাগত বক্তব্য দেন কক্সবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো এনায়েত-ই-রাব্বি, বিশেষ অতিথি ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. শামসুল হুদা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এনামুল হক কাদেরী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, ইসলামাবাদের প্যানেল চেয়ারম্যান নুরুচ্ছফা প্রমুখ। ইসলামাবাদ ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জিকু দাশের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, জালালাবাদ ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরফাতুর রহমান, পোকখালী ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামাবাদ ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিখা শে^ত্রিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক কৃষক। অনুষ্ঠান শেষে নতুন এ কৃষি প্রযুক্তি দিয়ে স্থানীয় কৃষক মো. আবুল কাশেম, শহিদুল ইসলাম, আবদুচ ছালাম, মাহফুজুর রহমান, রেজাউল করিম, মফিজুল হক ও কবির আহমদের ধান কাটা হয়। উপস্থিত এলাকাবাসী কৃষি বিভাগের নতুন আবিষ্কৃত এ প্রযুক্তি দ্বারা ব্যাপকভাবে উপকৃত হবে বলে মন্তব্য করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।