জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

টেকনাফে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক)‘র উদ্যোগে“সাদা দানাদার ও পরিপক্ক লবণ চাষ পদ্ধতি”র উপর লবণ চাষী এবং উদ্যোক্তাদের নিয়ে দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ১২মে জুমাবার লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিসিক কক্সবাজার কার্যলয়ের সম্প্রসারণ কর্মকর্তা রিদওয়ানুর রশিদ। টেকনাফ লবণ কেন্দ্রের প্রধান মো: মিজানুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিসিক কক্সবাজার কার্যলয়ের সমন্বয় কর্মকর্তা মো: শামীম আলম,লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ। বিসিক কর্মকর্তা মঞ্জুর আলমের সঞ্চলনায় অনুষ্টিত উক্ত প্রশিক্ষণ কর্মশালার চাষীদের পক্ষে বক্তব্য রাখেন,নুরুল আমিন চৌধুরী,কামাল আহমদ ও জুহুর আলম। প্রান্তীক লবণ চাষী এবং উদ্যোক্তারা দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।