বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে- রিয়াজ উল আলম

খালেদ হোসেন টাপু,রামু :
কক্সবাজরের রামু উপজেলার কচ্ছপিয়া আল জান্নাত ছাত্র যুব সংগঠনের উদ্যোগে এসএসসি, জেএসসি, পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার । এই সরকারের আমলে রামুতে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে । আজকে যারা কৃতি শিক্ষার্থী তারা সমাজ ও দেশের মূল্যবান সম্পদ এবং আগামী দিনের উন্নত দেশ গড়ার কারিগর। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে এই কৃতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে ।
শুক্রবার (১২ মে) বিকেলে সংগঠন প্রাঙ্গনে আল জন্নাত ছাত্র যুব সংগঠনের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধান আলোচক ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, জেলা পরিষদ সদস্য শামসুল আলম, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান, উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, কচ্ছপিয়া যুবলীগের সভাপতি নজরুল ইসলাম মেম্বার, যুবলীগ নেতা এম সেলিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালক ছিলেন, গিয়াস উদ্দিন মামুন।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে কচ্ছপিয়া তাতীঁলীগের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ মাদক বিরোধী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন তাতীঁলীগের সভাপতি হানিফ ভূট্টো। প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, জেলা পরিষদ সদস্য শামসুল আলম, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাঈল মোঃ নোমান, রামু উপজেলা তাতীঁলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা যুবলীগ নেতা নবীউল হক আরকান, কচ্ছপিয়া যুবলীগের সভাপতি নজরুল ইসলাম মেম্বার, যুবলীগ নেতা এম সেলিম প্রমুখ।
সব শেষে তুলাতুলি সড়কের খালের উপর সাঁকোস্থল পরিদর্শন করেন এবং জনসাধারণের যাতায়ত সূবিধার্থে এ গুরুত্বপূর্ণ সড়কে একটি ব্রীজ নির্মাণে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।