শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর

কক্সবাজার সদর উপজেলার পোকখালী থেকে নিরক্ষরতা ও সামাজিক অবক্ষয় দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে একটি সামাজিক সংগঠন। এ উপলক্ষ্যে ১৩ মে সকাল ১১টা থেকে বিকাল ২টা পর্যন্ত ইউনিয়নের ১টি মাদ্রাসায় ভবন সংস্কারের কাজ ও অন্য একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। নিরক্ষরতামুক্ত পোকখালী শিক্ষা উন্নয়ন পরিষদ নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে মডেল ইউনিয়ন গড়তে স্থানীয় যুবকদের সমন্বয়ে এ সংগঠনটি করা হয়েছে। সংগঠনের সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে ঐদিন গোমাতলী মুনচেহেরিয়া বালিকা দাখিল মাদ্রাসায় এক তলা বিশিষ্ট একটি ভবন সংস্কারের উদ্ভোধন করেন। এ উপলক্ষ্যে মাদ্রাসা মাঠে পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার মৌলভীর আবদুল্লাহর সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা সুপার মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পোকখালীর সাবেক চেয়ারম্যান আলহাজ¦ কবির আহমদ। বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও যুবনেতা আজিজুল হক রুবেল, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, ছাত্রনেতা ও সমাজ সেবক শাহজাহান, জেলা ছাত্রদল নেতা ওসমান গণি এলি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল উদ্দীন বেলাল, ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দীন প্রমুখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম উদ্দীন, স্থানীয় যুবনেতা শাহজাহান, আজিজুল হক, এস.এম মোর্শেদুল আলম, সাদ্দাম হোসেন জয়, আমান উল্লাহ আমান, ছোটন কাদের, এরশাদুল হক এরশাদসহ শত শত ছাত্রছাত্রী। এসময় অতিথিরা আনুষ্ঠানিকভাবে অবহেলিত এতদঞ্চলের নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার একমাত্র প্রতিষ্ঠান মুনচেহেরীয়া মাদ্রাসা সংগঠনটির উদ্যোগে ৫০ হাজার ব্যয়ে একটি ভবন সংস্কার কাজ উদ্ভোধন করেন। অপরদিকে বেলা ১টার দিকে উত্তর গোমাতলী মোহাজের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশে শিক্ষা সামগ্রী ও মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ করেন অতিথিরা। পরিচালনা কমিটির সভাপতি মুসলেম উদ্দীনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডভোকেট রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কবির আহমদ চেয়ারম্যান, শিক্ষক আয়ুব আলী, আজিজুল হক রুবেল, শাহিদ মোস্তফা শাহিদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন, এসএমসির পক্ষে জামাল উদ্দীন, ছাত্রনেতা ও সমাজ সেবক শাহজাহান ও ওসমান গণি এলি। এসময় শত শত কোমলমতি শিক্ষার্থীর অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নিরক্ষরতা দূর করতে এলাকার সচেতন ব্যক্তিদের নিয়ে ইউনিয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকে তাদের কর্মকান্ডের ভূয়শী প্রশংসা করেন। তারা এ সংগঠনকে ভবিষ্যতে ইউনিয়নের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে জড়িত থেকে অবহেলিত এলাকাকে শিক্ষার হার বাড়িয়ে বিশে^র কাছে পরিচিত করে তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেন। এডভোকেট রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, পিতার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে এলাকাকে সাজানোর জন্য বিভিন্ন এলাকায় শিক্ষার হার বাড়ানোর জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমৃত্যু শিক্ষা খাত ও বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে কাজ চালিয়ে যাব।