জসিম উদ্দিন টিপু, টেকনাফ::

টেকনাফে ছাব্বিশ হাজার একশ ত্রিশ জন স্কুল ছাত্র/ছাত্রীর মাঝে উন্নত খেজুর বিতরণ করা হয়েছে। সৌদি সরকারের অনুদানকৃত এসব খেজুর ডাব্লিউএফপির অধীনে মুসলিম এইড উপজেলার সব প্রাইমারী স্কুলের সকল ছাত্র/ছাত্রীদের মাঝে এই খেজুর বিতরণ করেন। স্কুল ফিডিং প্রোগ্রামের আওতায় প্রতিজনকে দুই কেজি করে বায়ান্ন হাজার দুইশ ষাড় কেজি খেজুর বিতরণ করা হয়। উন্নত জাতের খেজুর হাতে পেয়ে খুশী হয়েছে প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা। রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র মো: সাজ্জাদুর রহমান আজাদ জানান,পুষ্টিকর বিস্কুটের পাশাপাশি উন্নত জাতের খেজুর দেওয়ায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। খেজুর বিতরণকারী প্রতিষ্ঠানের ফিল্ড মনিটর বশির আহমদ জানান,শিক্ষক এবং স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের আন্তরিকতা ও সহযোগীতার কারণে সুন্দরভাবে খেজুর বিতরণ করা সম্ভব হয়েছে। উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুর জানান,ঝরে পড়া রোধ করতে সরকার বহুমুখী প্রকল্প হাতে নিয়েছেন। স্কুল ফিডিং প্রোগ্রাম টেকনাফ-উখিয়ার প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে গেছে। উখিয়া-টেকনাফের অভিভাবক জনপ্রিয় সাংসদ আব্দুর রহমান বদির প্রচেষ্টায় সুস্বাস্থ্য-পুষ্টিকর বিস্কুটের পর খেজুর বিতরণে স্কুল ঝরে পড়া একেবারে বন্ধ হয়ে যাবে বলে তিনি মনে করেন।#