সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজারে সড়ক দূর্ঘটনারোধে পেশাদার ও অপেশাদার গাড়ী চালকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের আয়োজনে বৃস্পতিবার (১৮ মে) সকাল ১১টায় কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন কক্সবাজার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কামরুজ্জামান। প্রশিক্ষক ছিলেন বিআরটিএ কক্সবাজার এর সহকারী মোটরজান পরিদর্শক সাজেদুল ইসলাম, কক্সবাজার মোটর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর নুরুল আমিন।
সংগঠনটির সমন্বয়ক সাংবাদিক আবদুল আলীম নোবেল এর সভাপতিত্বে কর্মশালায় পেশাদার অপেশাদার অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন। শেষে তাদের সনদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবুল আলা, ডা. আবু দাউদ, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক (প্রশাসন) নারী নেত্রী মম আহমদ, সমন্বয়ক (যুব উন্নয়ন ও যোগাযোগ) সিয়াম মাহমুদ সোহেল, সমন্বয়ক (নারী ও শিশু) রূপ নূর এ্যানি, এসোসিয়েঠ মেম্বার রবিউল আলম, মাহবুবুল আলম মিরু, হুমায়ুন কবির, এসটি সোহেল, সাহাব উদ্দিন, মিজানুর রহমান, মোরশেদ আলম, আশিকুল মাহমুদ, ইয়াসিন রিফাত, কক্সবাজার রাইডার্স ক্লাবের এডমিন মেহরাব হাসান অপি, ফাউন্ডার ওমর ফারুক টিপু, কো-ফাউন্ডার শহীদুল ইসলাম প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।