আবদুল মজিদ, চকরিয়া:

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় বনভূমি দখলে নিয়ে ব্যবহৃত পাহাড়কাটার স্কেভেটর গাড়ী এবং কেটে নেয়া বনাঞ্চলের মূল্যবান গাছ জব্দ করেছে স্থানীয় বনবিভাগ।  ১৮ মে সকাল ১১টার দিকে এ অভিযান চালানো হয়েছে। বনভূমি জবর দখলের বিষয়ে স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচারিত হওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসনের টনক নড়ে।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানায়, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মৃত আবুল কাসেমের পুত্র শফিকুল ইসলাম (৬০) প্রকাশ শফি সওদাগর বিগত ৩০/৩৫বছর পূর্বে চকরিয়ায় আসেন। তিনি বর্তমানে চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকায় বসবাস করেন। ওই শফিকুল ইসলাম বিগত কয়েক বছর পূর্বে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া বনবিটের পশ্চিম পাশে^ কিছু পরিমাণে খতিয়ানভূক্ত জমি ক্রয় করেন। এ সুযোগে খতিয়ানী জমি লাগোয়া বনবিভাগের বিপুল পরিমাণ জমি জবর দখলে নিয়ে স্কেভেটর গাড়ী দিয়ে পাহাড় কেটে সমতল ভূমিতে পরিণত করছেন। তন্মধ্যে রয়েছে বানিয়ারছড়া বনবিটের আওতাভুক্ত বরইতলী মৌজার ৭নং সীটের বনভূমি দাগ নং ১১০৩৫,১১০২৩, ১১০২১, ১১০২৪, ১১০২৭ এর প্রায় ৪একর পরিমাণ জমি জবর দখলে নিয়েছেন শফিকুল ইসলাম। এমনকি বনভূমি জবর দখলে নিয়ে স্কেভেটর গাড়ী দিয়ে প্রকাশ্যে দিবালোকে পাহাড় কেটে স্থাপনা নির্মাণ, মৎস্য প্রকল্পসহ বিভিন্ন অবকাঠামো তৈরীতে মেতে উঠেছেন। সর্বশেষ গতকাল ১৮মে সকালে দাম্পার ট্রাক দিয়ে মাটি বিক্রি ও বনাঞ্চলের বেশ কিছু গাছ কেটে লুটের সময় অভিযান চালায় বনবিভাগ।

চকরিয়ার বানিয়ারছড়া বিট কর্মকর্তা আবুল কাসেম জানিয়েছেন, বনভূমি দখল ও বনাঞ্চলের গাছ কাটার বিষয়টি অবগত হওয়ার পর চট্টগ্রাম বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও), সহকারী বন সংরক্ষক (এসিএফ) এর নির্দেশে বনপ্রহরীদের নিয়ে অভিযান চালিয়ে স্কেভেটর গাড়ী ও কর্তনকৃত গাছ জব্দ করে বনবিটে নিয়ে আসা হয়েছে। এনিয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রয়োজনে অভিযুক্ত শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হবে।