সংবাদ বিজ্ঞপ্তি
৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত পাবলিক লাইব্রেরী মাঠে ১৭-১৯ মে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী বিজ্ঞান মেলায় ‘প্রকল্প প্রদর্শনী’ তে বিশেষ পর্যায়ে জেলায় ১ম ও ২য় স্থান অধিকার করেছে কক্সবাজার ফুলকুঁড়ি বিজ্ঞান চক্র ।
জেলার ৫ টি বিজ্ঞান ক্লাব ১৮ টি প্রজেক্ট নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ফুলকুঁড়ি বিজ্ঞান চক্রের সদস্যরা ‘নিরাপদ পাহাড়ি সড়ক’ ও ‘নিরাপদ রেলক্রসিং’ শিরোনামে প্রকল্প দুটি প্রদর্শন করেন ।
প্রকল্প দুটিতে যানজটমুক্ত ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা, আকা বাকা পাহাড়ি ও রেলসড়কে দূর্ঘটনারোধ,৫ কিলোমিটার আগে থেকে সিগনাল লাইটের ব্যবস্থাপনা তুলে ধরেছেন।
প্রকল্প দুটি প্রদর্শনীতে দলনেতা হিসেবে দায়িত্বপালন করেন বিজ্ঞান চক্রের সদস্য মাহবুবুল হাসান সাঈদী ও সায়েদ মোঃ আবদুল্লাহ।  সহযোগী হিসেবে ছিলেন লাবিব, হামিম সাইদুল, সাদ, যায়েদ।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময়  জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানেরা উপস্থিত ছিলেন।
কক্সবাজার ফুলকুঁড়ি বিজ্ঞান চক্রের সাফল্যে, ফুলকুঁড়ি আসর কক্সবাজার শাখার পরিচালক আলী আরমান বান্না ও সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বাবু বিজ্ঞান চক্রের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন।