শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও
কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণী থেকে মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ করেছে স্থানীয় একটি সামাজিক সংগঠন। ২০ মে সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক শফিউল আলমের সভাপতিত্বে সমাজ সেবক ও যুবনেতা আজিজুল হক রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের সদস্য এডভোকেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ কবির আহমদ, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম. ফিরোজ উদ্দীন খোকা, ছাত্রনেতা শাহজাহান। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবুল কাশেম বিটু ও বুলবুল কান্তি দে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক নুরুল আবছার, তপন কান্তি তালুকদার, আজিজুর রশিদ সাইমুন, সুজন কান্তি দাশ, মনোয়ারা বেগম মনু, হামিদা আক্তার, জয়শ্রী দেবী, জিয়াউর রহমান জিয়া, আবু মুসা আনচারী, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গণি এলি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, স্থানীয় ছাত্রনেতা আনিসুর রহমান, আজিজুর রহমান, মহসিন, মামুন, বাদশা, সোহেল, হেলাল, হান্নানসহ সহ¯্রাধিক নেতাকর্মী। এসময় নিরক্ষরতামুক্ত পোকখালী শিক্ষা উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী থেকে ২জন করে মোট ১০জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এসময় সংগঠনটির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম অত্র প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে ৫০ হাজার টাকা বরাদ্ধ দেওয়ারও ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ইউনিয়নকে নিরক্ষরতামুক্ত রাখতে এ উদ্যোগটি নেওয়ায় এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাকে ধন্যবাদ জানায়। একই দিন ইউনিয়নের নাইক্ষ্যংদিয়ায় অবস্থিত কারি মিয়া মিজবাউল উলুম মাদ্রাসা ও এতিমখানার এক সুধী সমাজে অংশ নেয়। মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি ইমাম জাফর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডভোকেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম ফিরোজ উদ্দীন খোকা, সমাজ সেব্ক ও যুবনেতা আজিজুল হক রুবেল। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা জাবের আহমদ কাশেমী। এসময় উক্ত সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার লোক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। প্রধান অতিথি রফিকুল ইসলাম উক্ত মাদ্রাসা নির্মাণের জন্য আর্থিকভাবে সহযোগিতারও ঘোষণা দেন। উল্লেখ্য, নিরক্ষরতামুক্ত পোকখালী শিক্ষা উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠনটি এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল, মাদ্রাসা পড়–য়া গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ ইমাম মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার জন্য বদ্ধ পরিকর।