সংবাদ বিজ্ঞপ্তি

৪০ শিশু শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী বিতরণ করলো শহরের সামাজিক, ধর্মীয় ও ক্রীড়ামূলক সংগঠন রাখাইন তরুণ প্রজন্ম ঐক্য পরিষদ (আরটিপি)। ২০ মে শনিবার বিকালে বৌদ্ধ মন্দিরস্থ রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) পরিচালিত আরু প্যাঙ প্রি-স্কুলের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি জহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কক্সবাজারের মফস্বল বার্তা সম্পাদক এম.এ আজিজ রাসেল, উপদেষ্টা উ থান্ট অং ও ওয়াসিম মাহমুদ অভি। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওয়ানশে, সদস্য মং মং ও উথিন ওয়ান। বিতরণকৃত শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিল, রাবার ও কাটার। যা পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করে। জানা যায়, প্রতিষ্ঠার লগ্ন থেকে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয়, শিক্ষা ও সমাজ সংস্কারে বিশেষ অবদার রেখে চলেছে রাখাইন তরুণ প্রজন্ম ঐক্য পরিষদ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলে অধ্যয়নরত প্রায় ৫০ সদস্য নিয়ে এই সংগঠনের সাবলীল পথ চলা অব্যাহত রয়েছে। অসহায় মানুষের পাশে সবার আগে ছুটে গেছে আরটিপি। তাই দিন দিন সংগঠনটির জনপ্রিয়তা বেড়েই চলেছে।