সংবাদদাতা :
মারিশবনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে শহীধ মিনার স্থাপন করা হয়েছে। গতকাল ২০ মে উক্ত শহীদ মিনার স্থাপনের উদ্বোধন করা হয়। শহীদ মিনার উদ্বোধন করেন টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, বাহারছড়া ইউনয়ন পরিষদ চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মাষ্টার হোছাইন আহমদ, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এমইউপি সদস্য মো: ইউনুচ, স্থানীয় আওয়ামী লীগ নেতা মো: আয়াজ, সাইফুল কাদের, আবদুর রহিম। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের অভিভাবকগণ উপস্থিত ছেলেন। উক্ত বিদ্যালয়টি প্রতিষ্টা হয় ২০০৭ সালে। দীর্ঘ ১০বছর অতিবাহিত হওয়ার পর অবশেষে গতকাল বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন হওয়ায় এলাকাবাসী খুশি হন। উক্ত শহীদ মিনার নির্মাণে উখিয়া-টেকনাফের সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদ এর সহযোগীতা থাকায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।