সিবিএন
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের এমপিও প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবীতে কক্সবাজার শহরে মানববন্ধন করেছে নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকরা।
সোমবার দুপুরে জেলা প্রশাসক ভবন সড়কে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর কর্মসুচিতে জেলার বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষককরা অংশ গ্রহণ করেন।
সভায় বৈশাখী ভাতা, ৫% প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাড়া ও আইসিটি দাবী করা হয়।
সংগঠনের জেলা সভাপতি কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন সদর উপজেলা শাখা সভাপতি গোপাল কৃঞ্চ দাশ, ডুলাহাজারা কলেজের অধ্যাপক নুরুল আলম জিকু, মোঃ মহিদুল্লাহ, সাইফুদ্দিন খালেদ ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসা সভাপতি মাওলানা আবদুল হাকিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এমনকি শিক্ষা খাতেও অভূতপূর্ব উন্নয়ন লাভ করেছে। কিন্তু সারা দেশে প্রতিষ্ঠানের শিক্ষকরা বেতন-ভাতার দাবিতে আজ রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করতে হয়েছে। যেটা আমাদের ও সরকারের জন্য লজ্জাজনক।
তারা বর্তমান সরকারের কাছে শিক্ষকদের এ মানবেতর জীবন থেকে মুক্তি দিয়ে বেতন-ভাতার ব্যবস্থা করার জোর দাবি জানান।
সংগঠনের জেলা শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা সালাহউদ্দিন মো. তারেক এর পরিচালনায় সভায় বিভিন্ন উপজেলা থেকে শিক্ষক প্রতিনিধিরা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন।