মো. নুরুল করিম আরমান, লামা
বান্দরবানের লামায় অটো-রিক্সাসহ মাতামুহুরী নদীতে পড়ে মো. শাহারাজ (৩০) নামের এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় লামা পৌরসভা এলাকার মিশন ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহারাজ নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। সে পেশায় একজন রিক্সা চালক।
স্থানীয় সূত্র জানায়, লামা বাজার থেকে রিক্সা চালক শাহারাজ তার অটোরিক্সায় করে যাত্রী নিয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বমুবিলছড়িস্থ বড়–য়া পাড়ায় যান। সেখান থেকে মাতামুহুরী নদীর পাড়ের সড়ক দিয়ে ফেরার সময় অসাবধানতাবশত: রিক্সাসহ নদীর কুমে পড়ে যায় চালক শাহারাজ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মাতামুহুরী নদীতে পড়ে রিক্সা চালক শাহারাজের মৃত্যুর সত্যতা লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।