মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডের ঘটনায় ১১ দোকান পুড়ে চাই হয়ে গেছে। গত ২৩ মে মঙ্গলবার রাত দেড়টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভির দোকান বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত দেড়টায় মো. আবু রিকশার গ্যারেজে বৈদ্যুতিক শক লেগে দোকানে আগুন ধরে যায়। মূহুর্তের মধ্যে আগুন চারেদিকে ছড়িয়ে পড়ে। বাজারে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে প্রথমে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে ১১ দোকান পুড়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, আব্দুল মন্নান মোটর পার্টস, আহমদ শফি রাইচ মিল, সুজন তালুকদার ফার্নিচার, মো. আবু রিকশা গ্যারেজ, ফরিদ মুদির দোকান, আব্দু শুক্কুর চায়ের দোকান, মো. আলী মুদির দোকান, মোঃ হেলাল মোটর পার্টস, মোঃ বেলাল কুলিং কর্ণার ও আব্দুল আজিজের পানের দোকান।

সাতকানিয়া রাস্তার মাথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইদ্রিচ বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি।

সাতকানিয়ায় মুদির দোকানে জরিমানা

মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওজনে কম ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে। ২৪ মে বুধবার দুপুর ১২টায় উপজেলার দেওয়ান হাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ। এ সময় ওজনে কম দেয়ায় মুদির দোকানের আনোয়ারকে ২ হাজার টাকা, মূল্য তালিকা না টাঙানোর অপরাধে আবু তাহের, মো. নাজিম উদ্দিন ও সেকান্দাকেসহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেন।