মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক বলেছেন, যেকোন দেশে আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়ন পাশা-পাশি না চললে সেদেশ এগিয়ে যাবেনা। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন, গণতন্ত্র ও উন্নয়ন পাশা-পাশি চলতে থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের পেশা মহৎ পেশা। একটি মানুষের যদি অধিকার খর্ব হয় তার যেটা পাওনা সেটা পাচ্ছেনা, তার উপর অত্যাচার হয়েছে তখনতো তারা আদালতে আসে। এটি আমাদের আইনি পেশা। তার চেয়ে বেশি আমাদের বেশি দায়িত্ব মানুষের সেবা করা। বিচার প্রার্থীদের আইনি সেবা দ্রুত পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এ আদালতের উন্নয়নের জন্য প্রথমে ৫০ লাখ টাকার একটি প্রকল্প দিয়েছে। গতকাল ২৪ মে বুধবার বিকালে আদালত মাঠ প্রাঙ্গনে সাতকানিয়া আইনজীবী সমিতির ১৩৭ বর্ষপূর্তি উৎসব উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রবীন আইনবজীবী সুনীল বড়–য়ার সভাপতিত্বে ও এডভোকেট মেজবাহ উদ্দিন আহমদ কছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাঈনুদ্দিন হাসান চৌধুরী, আ.ক. ম সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, মেয়র মো. জোবায়ের, আইনজীবী সমিতির সভাপতি আব্দুর রকিব চৌধুরী, প্রবীন সাংবাদিক সৈয়দ মাহফুজ উননবী খোকন, এডভোকেট মিনহাজুল আব্রার, এডভোকেট রতন কুমার রায়, এডভোকেট মোহাম্মদ আবু হানিফ, এডভোকেট একেএম শাহজাহান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, একটি মানুষ যখন অসহায় হয়ে পড়ে, তখন আপনদের কাছে আসে বিচার পাওয়ার আসায়। আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের পেশাটি একটি মহৎ পেশা। আপনারা চাইলে পেশার মাধ্যমে মানুষের সেবা করতে পারেন। আমি আশা করি আপনারা মাসে অন্তত একজন অসহায় মানুষকে বিনা পয়সায় আইনি সহায়তা দেবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।