সংবাদ বিজ্ঞপ্তি

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্যটি নিয়ে সরকার নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে বলে মনে করে গণজাগরণ মঞ্চ। এর প্রতিবাদে আজ সন্ধ্যা ৬টায় শাহবাগে মশাল মিছিল কর্মসূচির আহ্বান করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

প্রতিদিন খুন, ধর্ষণ, অবিচার বেড়েই চলছে, তার কোনোটিরই বিচার করা হচ্ছে না। জনগণের সম্পদ লুটে খাচ্ছে দুর্নীতিবাজ কর্তৃপক্ষ। বিদেশে পাচার হচ্ছে জনগণের কষ্টার্জিত অর্থ। এসব থেকে জনগণের চোখ ফিরিয়ে রাখতেই মানুষের ধর্মীয় অনুভূতিকে পূঁজি করে ধর্মকে রাজনৈতিকভাবে আত্মরক্ষার ঢাল হিসাবে ব্যবহার করছে সরকার। ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। জনগণকে প্রতারণা করে অপশাসন আড়াল করতে ধর্মের এই ব্যবহার একইসাথে রাজনীতি ও ধর্ম- দুটিকেই কলুষিত করছে।

জনগণকে ভুল দ্বন্দ্বে ব্যস্ত রেখে নিজেদের আখের গোছানোতে ব্যস্ত সরকার। অপশাসন, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে যেন জনগণ সোচ্চার হতে না পারে, মানুষ যেন অধিকার সচেতন হতে না পারে সেজন্যে মুক্তিযুদ্ধ পূর্ববর্তী শোষকদের মতো ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভক্ত করা হচ্ছে।

রাজনীতিতে ধর্মের এই ব্যবহার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের মূলনীতির পরিপন্থী। শাসকগোষ্ঠীর ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে ধর্মকে রাজনীতিতে ব্যবহারের এই নোংরামী বাংলাদেশকে পাকিস্তানী অন্ধকার সময়ের দিকে পিছিয়ে নিয়ে যাবে বলে মনে করে গণজাগরণ মঞ্চ।