জালাল আহমদ, ঢাকা থেকে: রাজধানীর নিউমার্কেটের রাফিন প্লাজা গলির ইসলামিয়া মার্কেটের বইয়ের
দোকানে আগুন লেগে ১৫ টি বইয়ের দোকান মারাত্মকভাবে ক্ষতি গ্রস্ত হয়েছে। আজ রাত ৭টা ৫৫ মিনিটে আগুন লাগে। তবে আগুনের সূত্র পাত কিভাবে হয়েছে তা কেউ বলতে পারে নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ৮ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সাদমান বুক হাউজ ও বই বাজার প্রকাশনী সবচেয়ে বেশী ক্ষতি গ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুজ্জামান আকন্দ সাংবাদিকদের জানান,বৃষ্টির কারণে আগুন বেশীদূর ছড়িয়ে পড়তে পারে নি এবং ফায়ার সার্ভিসের তৎপরতার কারণে তা দ্রুত নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ছবির ক্যাপশন : সাদমান বুক হাউজের সামনে আগুনে দগ্ব বইয়ের স্তুপ।