ডেস্ক নিউজ:
দেশের আকাশের কোথাও গতকাল শুক্রবার চাঁদ দেখা না যাওয়ায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল রবিবার। সে হিসাবে আজ শনিবার শেষ রাতে সাহরি খাবে ধর্মপ্রাণ মুসলমানরা। আর আগামী ২২ জুন বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গতকাল ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ শনিবার ২৭ মে পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামীকাল রবিবার ২৮ মে থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, চাঁদ দেখা কমিটির সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়। এতে দেখা যায় যে গতকাল সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। সে হিসাবে আগামীকাল রবিবার হবে প্রথম রমজান।
রমজান উপলক্ষে আজ রাত থেকেই মাসব্যাপী এশার নামাজের পর তারাবির নামাজ আদায় এবং শেষ রাতে সাহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলামিক ফাউন্ডেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ শনিবার ঢাকায় সাহরির শেষ সময় রাত ৩টা ৪০ মিনিট। আর আগামীকাল প্রথম রোজার দিন ইফতারের সময় ৬টা ৪৪ মিনিট।
গতকাল চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল জলিল, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ শেখ মো. আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ওয়াকফ প্রশাসক মো. শহিদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুহিবুল হোসেইন, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিনউল্লাহ, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. লুত্ফর রহমান, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ফজলে রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) ড. পিয়ার মোহাম্মদ, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ দিলোয়ার বখত, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ।
এদিকে সৌদি আরবে বৃহস্পতিবার রমজানের চাঁদ দেখা না যাওয়ায় আজ শনিবার থেকে সেখানকার মুসলমানরা রোজা পালন শুরু করছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।