প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলনকক্ষে  শনিবার ২৭ মে ২০১৭ইং তারিখ ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন ও মাসিক পুলিশ- ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কক্সবাজারের মাননীয় জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম বিচারাধীন মামলা সমূহের সুষ্ঠ ও ন্যায় বিচারের স্বার্থে বিচারাধীন মামলাসমূহের বিভিন্ন ত্রুটির কারনে আসামীরা অনেক সময় জামিনের সুবিধা পেয়ে যাওয়ায় সেই সকল ত্রুটিসমূহ দূর করার জন্য সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। তাছাড়াও বিজিবি সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কতৃক মাদক উদ্ধার হওয়ার পর মামলা দায়েরের সময় সকল আলামত থানায় জমা না দেওয়ায় মামলা বিচারের সময় সমস্যার সম্মুখীন হতে হয় উল্লেখ করে উদ্ধারকৃত সকল আলামত মামলা দায়েরের সময় থানায় জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অপরদিকে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিক আজিজ বিভিন্ন থানার কর্মকর্তাকে সাক্ষীর প্রসেস সমূহ এবং পেন্ডিং ওয়ারেন্টসমূহ দ্রুততার সহিত তামিল করার জন্য নির্দেশনা প্রদান করেন। তাছাড়াও পুলিশ ম্যাজিস্ট্রেসি সম্মেলনের বিষয়ে মহামান্য হাইকোর্ট বিভাগের সাম্প্রতিক নির্দেশনার বিষয়ে সকলকে অবহিত করে উক্ত নির্দেশনা অনুসরন ও প্রস্তুতি গ্রহণপূর্বক পরবর্তী পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলনে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে কক্সবাজারের পুলিশ সুপার মাদকের মতো ভয়াবহ অপরাধ দমনে সামাজিক আন্দোলনের কথা বলেন।

জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এবং সিনিয়র সহকারী জজ অসীম কুমার দে এর সঞ্চালনায় অন্যান্যেও মধ্যে বক্তর্ব দেন- সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মো. আলমগীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহামম্মদ ইসহাক, সাধারন সম্পাদক জিয়া উদ্দিন, সরকারী কৌশুলী (পিপি) মমতাজ উদ্দিন আহমদ, দেওয়ানী ও ফৌজদারী মামলা পরিচালনাকারী সিনিয়র আইনজীবীবৃন্দ। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ওসমান গণি, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মোশারফ হোসাইন, যুগ্ম জেলা ও দায়রা জজ সালমা খাতুন, সৈয়দ মোঃ ফখরুল আবেদীন সহ কক্সবাজার জেলা জজ আদালত ও ম্যাজিস্ট্রেসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।