মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়ন থেকে আটকের পর ৫ অপরাধীকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬মে) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে চলছে মাদকের বিকিকিনি। ওসব এলাকায় দিন দিন বাড়ছে মাদকসেবীর সংখ্যা। এলাকাবাসীর অভিযোগ প্রতিনিয়ত ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাগান পাড়ার শিমুল কান্তি প্রকাশ আনন্দের বাড়িতে জমজমাট মদের আসর বসছে। গোপন খবর পেয়ে উল্লেখিত সময়ে বিভিন্ন এলাকার ৫ যুবককে মদ্যপান কালে হাতেনাতে আটক করেন চেয়ারম্যান নূরুল আমিন। তাৎক্ষণিক এব্যাপারে খবর দেওয়া হলে কর্তব্যরত চকরিয়া থানার এসআই মোঃ এনাম ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় আটককৃত ৫ মাদকসেবীকে নিয়ে ইউনিয়ন পরিষদের সামনে এসে অন্ধকারে অবস্থান করেন তারা। পরে প্রায় দেড় ঘন্টা শেষে অজানা রহস্যজনক কারণে ওসব অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে আটকের পর অপরাধী ছেড়ে দেওয়ার বিষয়টি ফাঁস হয়ে গেলে চেয়ারম্যান ও পুলিশের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় স্থানীয় মহলের।

এ ব্যাপারে চকরিয়া থানার এসআই মোঃ এনাম জানান, এ ঘটনায় যাদেরকে আটক করছি তাদের নামে মামলা দিচ্ছি। আটকের পর ৫ মাদকসেবীকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলে তিনি আরো বলেন এটি আপানার কাছে ভুল ইনফরমেশন। বিষয়টি নিয়ে ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন আটকের পর ওই মাদকসেবীদের স্বজনরা খুব বেশী কান্নাকাটি করছিল। তাই মুছলেখা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।