প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের মানুষের জন্য মাহে রমজান নিয়ে এনড্রয়েড অ্যাপ তৈরি করল সফটওয়্যার ডেভেলপমেন্ট বেইসড স্টার্টআপ টিম “কক্সটিউনস ল্যাব” । কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী, কক্সটিউনস ল্যাব এর টিম লিডার,কক্সবাজারের আইটি ফার্ম কক্সবাজার টেক এর সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম এর টিম লিডার ও লিড সফটওয়্যার ডেভেলপার নাঈম ছিদ্দিকী আবির ও তার টিম এই স্মার্টঅ্যাপটি তৈরি করেছে। এই অ্যাপ এর মাধ্যমে কক্সবাজারের মানুষে পুরো রমজান মাস জুড়ে আপডেট থাকবে এমনটা মনে করা হচ্ছে। এই অ্যাপ এ সংযোজন করা হয়েছে চমৎকার কিছু ফিচার। এই অ্যাপ অনলাইন ও অফলাইন দুই ফিচার এ চলবে। এই অ্যাপ এর বিশেষ আকর্ষন হল ডিজিটাল তাসবীহ,স্ক্রীন চার্ট করে তাসবীহ গুনার পর আপনি আবার সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে তা আবার আগের ফলাফল সহ গননা শুরু করতে পারবেন সাথে চাইলে মুছে ফেলতে পারবেন। এই অ্যাপ এর অনলাইন ফিচার আপনাকে সর্বশেষ আপডেট জানাবে। স্থায়ী সেহরী ইফতারের সময়সুচী ছাড়া ও এই অ্যাপ আপনাকে প্রতিদিন সেহরী, ইফতারের সময়, নামাজের সময়সূচী, প্রতিদিন নটিফিকেশনের মাধ্যমে একটি করে হাদীস(আরবী বাংলা অনুবাদসহ) জানাবে। এছাড়া, অফলাইনে,১. সেহরী ও ইফতারের সময়সূচী২. রোজা ইফতারের দোয়া ও শিক্ষা ৩. মাহে রমজানের ফযিলত ৪. রোজা ভঙ্গ এ মাকরুহ’র কারন ৫. ডিজিটাল তাসবীহ ৬.শবে কদরের ফজিলত ৭. ঈদ উল ফিতরের আমল ও ফযিলত ৮.যাকাত ও ফিতরা ও অনলাইনে, ১. প্রতিদিন সেহরী ইফতারের সময়সুচী। ২. প্রতিদিন একটি করে আরবী ও বাংলা অর্থসহ হাদীস। ৩. ৫ওয়াক্ত নামাজের সময়সুচী।৪. নোটিফিকেশনের মাধ্যমে অ্যাপ সম্পর্কিত আপডেট। শূধু তাই নয় এই অ্যাপ রোজার শেষে ঈদের দিন আপনাকে ঈদ শূভেচ্ছা জানাবে। এই অ্যাপ তৈরিতে আবিরের সাথে কাজ করেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৩য় বর্ষে শিক্ষার্থী সাইফুল্লাহ সাইফুল, ফয়সাল উদ্দিন তৌহিদ, আবদুল মান্নান ও মোঃ মামুন। উল্লেখ্য কক্সটিউনস ল্যাব টিম , কক্সবাজারের জন্য প্রথম বাস সেবা ভিত্তিক স্মার্টফোন অ্যাপ “কক্সবাজারের বাস” তৈরি করেছিল, এছাড়া দেশীয় অ্যাপবাজার ও গুগল প্লে স্টোর এ এই টিম এর তৈরি বেশকিছু অ্যাপ রেংকিং সহ বেশ সুনাম কুড়িয়েছে। এই টিম বর্তমানে কক্সবাজারের আইটি ফার্ম “কক্সবাজার টেক” এ সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম হিসেবে কাজ করছে। ভবিষৎতে এই টিম কক্সবাজারবাসী জন্য আরো চমৎকার ও ব্যবহার উপযোগী সফটওয়্যার/অ্যাপ তৈরি করবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট সকলে। ডাউনলোড লিংক