সুপ্রিম কোর্ট চত্বর থেকে অপসারণ করা ভাস্কর্যটি এনেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হচ্ছে। শনিবার রাতের মধ্যে সেখানে গ্রিক ন্যায় বিচারের প্রতীক থেমিস দেবীর আদলে বানানো ভাস্কর্যটি পুনঃস্থাপন করা হবে।
ভাস্কর মৃণাল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষের নির্দেশে ভাস্কর্যটি পুনঃস্থাপন করা হচ্ছে।
হেফাজতে ইসলাম, ওলামা লীগসহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্যটি অপসারণ করা হয়। এ নিয়ে বামপন্থী সংগঠন ও সাংস্কৃতিক কর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ প্রতিবাদ করে।
-পরিবর্তন
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।