খালেদ হোসেন টাপু, রামু:

রামু উপজেলাধীন জোয়ারিয়ানালার চাঞ্চল্যকর যুবক রশিদ মিয়া (২৫) হত্যা মামলায় প্রধান আসামী আয়েশা বেগম (৫০) ও সাবেকুন্নাহার (১৯) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জোয়ারিয়ানারা নন্দাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো নিহত রশিদ মিয়ার শাশুরী ও স্ত্রী।

রামু থানার নবাগত ওসি একে এম লিয়াকত আলী গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, আয়েশা ও সাবেকুন্নাহারকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। জোয়ারিয়ানালার চাঞ্চল্যকর রশিদ মিয়া হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। রামু থানার এস আই মোতাহের জানান, গত ২৫ মে দুপুরে নন্দাখালী শ্বশুর বাড়ি থেকে নিহত রশিদ মিয়ার লাশ উদ্বার করে মর্গে প্রেরণ করা হয়। এঘটনার মুল হোতা দুইকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, ২৫ মে পিটিয়ে যুবক রশিদ মিয়াকে হত্যা করা হয়। এব্যাপারে রামু থানায় নিহত রশিদের ভাই খোরশেদ মিয়া বাদী হয়ে ১৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।